যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরের ব্যস্ত বাজারে শনিবার (৩০ মার্চ) এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় গাড়িতে বিস্ফোরণ ঘটে। অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। খবর বার্তাসংস্থা রয়টার্সের।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।