ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে, সিরিয়ায় আইডিএফের হামলায় তাদের সাত সদস্য নিহত হয়েছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, ইলাতে হামলায় ২০ বছর বয়সী এক যুবক সামান্য আহত হন। বিস্ফোরণের সময় আশ্রয়কেন্দ্রে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ছাড়া স্কুলে আর কোনো শিক্ষার্থী ছিল না।