সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কোরেশিকে হত্যা করেছে তুরস্কের গোয়েন্দা বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সিরিয়ায় রবিবার তুরস্কের জাতীয় গোয়েন্দা বাহিনী এক অভিযানে আইএস নেতা কোরেশিকে হত্যা করেছে। তুর্কি গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন যাবত কোরেশিকে অনুসরণ করছিল বলেও জানান এরদোয়ান।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, শনিবার মধ্যরাত থেকে রবিবারের কোনো এক সময় সংঘর্ষ শুরু হয়। এটি এক ঘণ্টা স্থায়ী হয়। স্থানীয় বাসিন্দারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনেন। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অভিযানে একটি পরিত্যক্ত ফার্মকে লক্ষ্যবস্তু বানানো হয়। ফার্মটি পূর্বে ইসলামি স্টেটের স্কুল হিসেবে ব্যবহৃত হয়েছিল।
গত বছর দক্ষিণ সিরিয়ায় আইএসের পূর্ববতী নেতা নিহত হওয়ার পর জঙ্গি গোষ্ঠিটি আল কোরেসিসে নভেম্বরে নেতা হিসেবে নিয়োগ করে। সূত্র: গার্ডিয়ান