লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানেই নেই নিউজিল্যান্ডের ৫ উইকেট। সবাই তখন জয়ের হিসাব মেলাতে ব্যস্ত। কিন্তু সব ওলটপালট করে দিলেন জিমি নিশাম ও মিচেল স্যান্টনার। এই দু’জনের ব্যাটে ভর করে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বৃষ্টি আইনে ১৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর তাতে প্রথম ম্যাচ জিতেও সিরিজ জেতা হলো না বাংলাদেশের।
রবিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪.৪ ওভারে নিউজিল্যান্ড ৯৫ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। খেলা আর মাঠ না গড়ানোয় বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। ১-১ ব্যবধানের সমতায় শেষ হয় সিরিজ।
প্রথম ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি পেসার। বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে তিনি নেন ফিন অ্যালেনের উইকেট। শেষটিতেও ২ শিকার ধরে জয়ের আশা জাগান তিনি।
তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন শরিফুল। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে পঞ্চাশ বা তার বেশি উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার তিনি।