সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।
টাইগারদের সিরিজে বাঁচাতে হলে এই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই। এর আগে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা।
এবার জিততে হলে টাইগারদের রেকর্ড ভাঙতে হবে। এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ৪ উইকেটে সেবার টাইগাররা তুলেছিল ৩২২ রান।
ম্যাচে বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।