রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় পাকিস্তান। সিরিজ সমতায় শেষ করতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না নিউজিল্যান্ড। লাহোরে হওয়া প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতে পাকিস্তান। প্রথমটি ৮৮ রানে ও দ্বিতীয়টি ৩৮ রানে জিতেছিলো পাকিস্তান। তৃতীয় ম্যাচ ৪ রানে জিতে সিরিজে প্রথম জয় পায় নিউজিল্যান্ড।