সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে টাইগাররা

0

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নেপিয়ার এখন পয়মন্ত ভেন্যু। নেপিয়ারের ম্যাকক্লিন পার্কে প্রথমে ওয়ানডে এবং সর্বশেষ টি-২০ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। এই দুই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশটির মাটিতে জয়ের সার্কেল পূর্ণ করেছে টাইগাররা। ২০২২ সালের জানুয়ারিতে টেস্ট এবং এবার ওয়ানডে ও টি-২০ জিতেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ডকে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারায় ৫ উইকেটে। নাজমুল শান্তরা যখন জয়োৎসবে মেতেছে, তখনো স্কোর বোর্ড জানাচ্ছিল ৮ বল বাকি। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ জয়ে উল্লাসিত শরিফুল ইসলাম, মাহেদী হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানরা।

এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। আজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস এনিয়ে বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন।’

নেপিয়ার এবার দুইহাত পূর্ণ করে দিল বাংলাদেশকে। এই শহর থেকে জোড়া জয় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে গেছে বাংলাদেশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here