সিরিজ জয়ের লড়াই: টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

0

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয়টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের মিশন। রবিবার (১৪ মে) চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হচ্ছেন তামিম  ইকবালরা। 

সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হবে না সাকিব আল হাসানের। বিসিবি জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডানহাতের তর্জনী আঙুলে চোট পেয়েছেন সাকিব। এমন ইনজুরি থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগে।

এদিকে দ্বিতীয় ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। ফলে আজ অভিষেক ঘটতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরীর। যিনি ব্যাট হাতেও পারদর্শী। তাছাড়া ফিরতে পারেন মুস্তাফিজুর রহমানও। বিপদে পড়া দলের হাল ধরতে পারেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার (১৪ মে) চেমসফোর্ডের আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। গত দুই ম্যাচের দিন বৃষ্টি হানা দিয়েছিল। প্রথম ম্যাচটা মাঠে গড়ালেও বৃষ্টির কারণে শেষ করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ নির্ধারিত সময়ের দুই ঘণ্টার বেশি সময় পর মাঠে গড়ায়। সেই ম্যাচে ৩১৯ রানের পাহাড় তাড়া করে ৪৪.৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্ত। আজও জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। জিতলেই দ্বিপক্ষীয় সিরিজের ট্রফি ঘরে আনতে পারবে টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের দারুণ রেকর্ড রয়েছে। এই দলের বিপক্ষে ২০০৭ সালে ব্রিজটাউনে প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রথম সাক্ষাতেই আইরিশদের কাছে হেরে যায় টাইগাররা। এরপর ২০১০ সালের জুলাই মাসে বেলফাস্টে আরও একবার পরাজিত হয়। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে আর কোনো ম্যাচেই হারেনি টাইগাররা। ২০১০ সালের পর টানা সাত ওয়ানডেতে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। আজ কি টানা অষ্টম জয়ের দেখা মিলবে! চেমসফোর্ডের দর্শকরা টিকিট কিনে অপেক্ষায় আছেন। সময়ের আগেই তারা মাঠে পৌঁছে যাবেন আরও একটি দারুণ জয় দেখার প্রত্যাশা নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here