চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার (১৮ জানুয়ারি) তারা এই ঘোষণা দেয়। স্কোয়াডে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। এছাড়া ইনজুরির কারণে বিশ্রামে থাকা তারকা পেসার জসপ্রিত বুমরাহও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
তবে দারুণ ছন্দে থাকলেও সুযোগে মেলেনি মোহাম্মদ সিরাজের। যা নিয়ে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে সিরাজের বাদ পড়ার কারণ জানালেন অধিনায়ক রোহিত শর্মা।
২০১৯ সালে অভিষেকের পর ৪৪ ওয়ানডে খেলে ৭১ উইকেট নিয়েছেন সিরাজ, গড়টাও ভালোই। ২৪.০৬ গড় ও ৫.১৯ ইকোনমিতে বল করেছেন তিনি। তা সত্ত্বেও ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার পরিবর্তে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টির নিয়মিত মুখ আর্শদ্বীপ সিং। আর্শদ্বীপ এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোটে ৮টি, নিয়েছেন ১২ উইকেট।
সিরাজের বাদ পড়ার বিষয়ে রোহিত জানান, ‘আমরা মাত্র তিনজন পেসার চেয়েছিলাম, তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। নতুন বলে তার কার্যকারিতা বেশি, কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের উপস্থিতিতে আমরা মনে করি, আমাদের বোলিং আক্রমণে সঠিক ভারসাম্য দেবে।’
আরেক পেসার জাসপ্রিত বুমরাহ এর প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন ‘জাসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত তথ্য আসেনি। ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে তিনি না-ও খেলতে পারেন। এ জন্যই হার্ষিত রানাকে অস্থায়ীভাবে দলে রাখা হয়েছে।’
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।