সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কাঁচি প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী আব্দুল হাকিম। সোমাবার বিকেলে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মীসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সঁড়ে দাড়ানোর ঘোষণা দেন তিনি।
বিএনএম প্রার্থী আব্দুল হাকিম বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম। একই সাথে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাঁচি প্রতীককে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিচ্ছি।’ এসময় তিনি কাঁচি প্রতীককে দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ারও আহবান জানান।