সিরাজগঞ্জে ৬০ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

0

সিরাজগঞ্জে হতদরিদ্রের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের সরকারি ৬০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় জহির মন্ডল নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এনায়েতপুর থানার রূসপী বাদল মোড় নামক এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, সরকারি বস্তাগুলো কৌশলে পরিবর্তন করে চাল বহন করা হচ্ছিল। যে বস্তাগুলো ছিল তাতে সরকারি কোনো সিল নেই। তবে বস্তার চালগুলো সরকারি বলে স্বীকার করেছেন ট্রাকচালক। ৬০টি বস্তায় ৩ হাজার ৬০০ কেজি চাল ছিল। এ ঘটনায় ট্রাকচালক জহির মন্ডল ও ডিলার আব্দুল হাইসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ডিলার আব্দুল হাই বলেন, এ অভিযোগ সঠিক নয়। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here