সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার ব্রহ্মকপালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার মাঠপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল গফুর (৫৫) ও একই থানার ধোপাকান্দি গ্রামের মৃত আব্দুল মোন্নাফের ছেলে নজরুল ইসলাম (৪৭)। এ ঘটনায় আরো একজন পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ.ওয়াদুদ জানান,হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে যাত্রীবাহী সিএনজিটি উল্লাপাড়া যাবার পথে ব্রহ্মকপালিয়া মোড়ে পৌছলে বিপরীত দিকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী নজরুল ইসলাম মারা যায়। সিএনজি চালক আব্দুল গফুর ও পুলিশ সদস্য বখতিয়ার হোসেনসহ অজ্ঞাত আরো একজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে সিএনজির চালকের অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here