সিরাজগঞ্জে শীতে বিপর্যস্ত জনজীবন

0

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে তিনদিন ধরে সূর্যের দেখা নেই। কুয়াচ্ছন্নতায় ঢেকে পড়েছে প্রকৃতি। সেই সঙ্গে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। শীতে স্বাভাবিক কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন আবহাওয়া আরও দু’একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, শীতজনিত রোগে প্রতিদিন শতশত রোগী হাসপাতালে ভিড় করছে। 

জানা যায়, শনিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রয়েছে সিরাজগঞ্জ জেলা। সেই সঙ্গে বইছে মৃদু হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। কর্মহীন হয়ে বিপাকে পড়েছে অনেক শ্রমজীবী মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে খেটে খাওয়া মানুষগুলো কাজের উদ্দেশে বের হলেও তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। রিকশা-ভ্যানচালকরা পাচ্ছেন না ভাড়া। এদিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান জানান, শীত নিবারনের জন্য ইতোমধ্যে জেলায় ৫০ হাজার কম্বল বিতরন করা হয়েছে। 
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, রবিবার সকালে সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আরো দু’একদিন সিরাজগঞ্জ জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here