সিরাজগঞ্জে মৌ পণ্য উৎপাদন-বাজারজাতকরণ বৃদ্ধি বিষয়ক কর্মশালা

0

মধু উৎপাদন খ্যাত সিরাজগঞ্জে মৌ-চাষীদের নিয়ে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় জেলার ৪০ জন মৌচাষী, উপকরণ সরবরাহকারী, মধু ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী ও সরিষা চাষী সহ বিভিন্ন সুবিধাভোগীরা অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, জেলায় সরিষার চাষ বৃদ্ধি পাওয়ায় বছরে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ টন মধু সংগ্রহ হচ্ছে। মধু থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তাই মধু শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করার পাশাপাশি প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here