সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন সময় দুর্ঘটনা ও বয়সজনিত কারণে মৃত শ্রমিকের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাস শ্রমিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে ৩৪ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন ও উপদেষ্টা পরিষদের সদস্য দুলাল হোসেন প্রমুখ।