সিরাজগঞ্জে মাদক কারবারি আটক

0

সিরাজগঞ্জে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার রাতে জেলার সলঙ্গা ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাকারিয়া হোসেন চাপাইনবাবগঞ্জ জেলঅর ছাবানিয়া গ্রামের এনামুল হকের ছেলে।    

র‌্যাব-১২ স্কোয়াডন লীডার কোম্পানী কমান্ডার  মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন রামারচর মোড়স্থ খাবার হোটেলের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় জাকারিয়ার কাছ থেকে ৫৭৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here