সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

0

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র, লুণ্ঠিত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারদের আদালতে হাজির করা হলে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে ৯ মার্চ রাতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩ নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু  (৩৫) ও একই এলাকার মানিক মন্ডলের ছেলে আব্দুর রহিম মন্ডল (৩৬)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক বুধবার রাতে বলেন, গত ৯ মার্চ রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতরা ঢিল ছোড়ে। চালক মাইক্রোবাস থামালে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬টি মোবাইল ফোন ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়। এরপর মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হাঁসুয়া, একটি রড, লুণ্ঠিত ৩টি মোবাইল ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।  

এসআই নাজমুল আরো বলেন, বুধবার দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করা হলে ডাকাত রাশেদুল বাদে বাকি তিনজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here