দেশসিরাজগঞ্জে বিজয় শোভাযাত্রাBy AmarNews.com.bd - December 2, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL মহান বিজয়ের মাস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকালে মহান বিজয়ের মাসে প্রথম দিন জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সুবর্ণ অহংকার-এর সামনে থেকে এক বিশাল বিজয় শোভাযাত্রা বের করা হয়।