সিরাজগঞ্জ পৌর শহরের গয়লা মহল্লায় পরকীয়া প্রেমিকাকে কাছে পেতে প্রেমিকার স্বামী মোতালেব হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশের হাতে গ্রেফতার পরকীয়া প্রেমিক ও তার দুই বন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকারোক্তিমূলক করেছে।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেয়তারকৃত করা ওয়াজেদ শেখের সাথে গয়লা গ্রামের অটোচালক মোতালেবের স্ত্রী বিউটি খাতুনের পরকীয়া চলছিল। পরকীয়া প্রেমিকা পাবার জন্য ওয়াজেদ সেখ ও তাঁর বন্ধু সুমন ও তরিকুলকে নিয়ে প্রেমিকার স্বামী মোতালেব হোসেন সাগরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাতী গ্রামের একটি ফসলি জমির মধ্যে মরদেহ ফেলে রেখে অটোমিশুক নিয়ে চলে যায় তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহত সাগরের বাবা সাইফুল ইসলাম ভুইয়া বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। সোমবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
এসময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, লাল সুতা, আসামির ফেলে যাওয়া স্যান্ডেল ও আটোমিশুকটিও উদ্ধার করা হয়েছে। পরে তারা পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।