সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

0

সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তিন মাদককারবারীকে আটক করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চরবনবাড়িয়া গ্রামের তাজেল ইসলামের ছেলে আল-আমিন (২৪), দিঘলকান্দি গ্রামের সুলতান সেখের ছেলে সুমন সেখ (৪০) ও একই গ্রামের চানু সেখের ছেলে জাকারিয়া (২৭)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শফিউল আলম জানান, ডিউটি চলাকালে জানতে পারি কালিয়াহরিপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের সুমনের বাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় মাদকদ্রব্য বিক্রিয় করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজন মাদককারবারীকে আটক করা হয়।

এ সময় আল-আমিনের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ও ৯.৫ গ্রাম গাজা, জাকারিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও সুমনের কাছ থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। অভিযানকালে সুজন নামে এক মাদক কারবারী পালিয়ে যায়।  ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here