নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর থানার পুলিশ জেলা শহরের সমাজকল্যাণ মোড় এলাকায় অভিযান চালিয়ে দু’জকে গ্রেফতার করেন।
এর আগে গত ৮ অক্টোবর শহরে জাহিদুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। ওইদিন রাতেই জামায়াতের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।