সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ যুদ্ধ দিবস পালিত হয়েছে। পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধাদের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে নওগাঁ বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ ও পলাশডাঙ্গা যুব শিবিরের যুদ্ধকালীন সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সিএনসিসহ মুক্তিযোদ্ধারা।