সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ জন আটক

0

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম গোলচত্ত্বর এলাকায় পুলিশ বক্সের সামনের বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পাবনা জেলার বেড়া থানার বকচর গ্রামের মজনু প্রামাণিকের ছেলে মো. সোহাগ প্রামাণিক (২৬) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোনাফ (৩৬)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. জুলহাজ উদ্দীন বলেন, বিকেলে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করা হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here