‘সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ’ ওয়েব পোর্টালের উদ্বোধন

0
'সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ' ওয়েব পোর্টালের উদ্বোধন

মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ রক্ষা ও প্রসারের লক্ষ্য নিয়ে “সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ” ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়েব পোর্টালটি গণমাধ্যম, উন্নয়ন সহযোগী, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীতি বিশ্লেষক ড. অনন্য রায়হান, নারীবাদী অধিকারকর্মী সামিনা ইয়াসমিন, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ এবং আদিবাসী অধিকারকর্মী ডালিয়া চাকমা।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, নাগরিক পরিসরে অধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা নথিভুক্ত ও সমন্বিতভাবে তুলে ধরার ক্ষেত্রে এই ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লিঙ্গভিত্তিক অপতথ্য নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অংশগ্রহণে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভয়েস’র উপ-পরিচালক মুশাররাত মাহেরা “কোল্যাবোরেটিভ অ্যাকশন্স ফর প্রোমোটিং ডিজিটাল এন্ড সিভিক স্পেস এন্ড কমব্যাটিং জেন্ডার ডিজইনফরমেশন” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

ভয়েস’র নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “এই ওয়েব পোর্টাল প্রযুক্তিভিত্তিক নথির ভাণ্ডার হিসেবে কাজ করবে। জনপরিসরে ঘটে যাওয়া ঘটনাগুলোর দলিল সংরক্ষিত থাকবে এখানে, যা গবেষক ও অধিকারকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হয়ে উঠবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here