‘কৃষি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারলে কৃষক ভাইয়েরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আর এর জন্য প্রয়োজন জাতীয় কৃষক সমিতির পতাকা তলে এসে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের লড়াই সংগ্রাম করা।’
শনিবার দিনাজপুর নাট্য সমিতির মিলনায়তনে জাতীয় কৃষক সমিতি দিনাজপুরের জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি দিনাজপুর সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।