সিনেমার খরচ ১০ কোটি, আয় মাত্র তিন হাজার টাকা!

0

প্রতি সপ্তাহেই বিশ্বজুড়ে সিনেমাহলে নানান সিনেমা মুক্তি পায়। কিছু সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়। কিছু সিনেমা জাতীয় স্তরে প্রশংসিত হয়। আবার কিছু সিনেমা কয়েকদিনেই হারিয়ে যায়। তবে প্রতিটি নির্মাতারই লক্ষ্য থাকে একই, সিনেমা যেন আয় করে। অন্ততপক্ষে খরচের অংশটুকু ঘরে তুলে আনতে পারে। লাভ না হলেও, যে ক্ষতির মুখ না দেখতে হয়। ফলে বাজেট নিয়েই রীতিমতো চিন্তার ভাঁজ পরে যায় প্রযোজক সংস্থার কপালে। তবে জানেন কি, এমন একটি হলিউড সিনেমা রয়েছে, যা বানাতে খরচ হয়েছিল প্রায় ১০ কোটি টাকা। কিন্তু মুক্তির পর তার বক্স অফিস আয় ছিল মাত্র তিন হাজার টাকা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

হলিউড সিনেমাটির নাম ‘Zyzzyx Road’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলার ঘরানার সিনেমার অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন হেইগেল, লিও গ্রিলো ও টম সাইজমোর। সিনেমা পরিচালনা করেছিলেন জন পেনি। যদিও এত বড় বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও এটি মুক্তির সময় একেবারে সাড়া ফেলতে পারেনি।

চলেছিল মাত্র ছয় দিন। আয় হয়েছিল তিন হাজার টাকা। চমকে যাওয়ার মতো তথ্য হলো, এই সিনেমা আমেরিকার একটি নির্দিষ্ট প্রেক্ষাগৃহে মাত্র ছয় দিনের জন্য মুক্তি পেয়েছিল এবং সেখান থেকেই আয় করে মাত্র ৩০ ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার কিছুটা বেশি। 

এই সিনেমার নির্মাতারা পরে দেউলিয়া হয়ে যান। যদিও পরে সিডি এবং ডিভিডি বিক্রির মাধ্যমে সিনেমা প্রায় তিন কোটি টাকা আয় করতে পেরেছিল। তবুও সিনেমা হলে এই সিনেমা যে সবচেয়ে কম আয় করা সিনেমা তকমা পেয়ে গিয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here