সিনেমায় সুযোগ দেবে বলে ডেকে নিয়ে ভোজপুরি এক অভিনেত্রী-গায়িকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশটির হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অভিনেত্রী বিহার থানায় গুরুগ্রামের চক্রপুরের বাসিন্দা মহেশ পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ঘটনার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কয়েকদিন আগে ইনস্টাগ্রামে মহেশ পাণ্ডের সঙ্গে পরিচয় হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য গুরুগ্রামের একটি হোটেলে সাক্ষাৎকারের জন্য আমাকে দেখা করতে বলেন। পরে দিল্লি থেকে গুরুগ্রামে যাই। আমি পৌঁছানোর আগেই হোটেলের একটি ঘর ভাড়া করে রেখেছিলেন মহেশ।