সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেফতার

0
সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার পরোয়ানা কার্যকরে পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ২০০ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া জিআর সাজা পরোয়ানার ভিত্তিতে একজন এবং জিআর পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

অন্যদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় একজন, একটি বৈষম্যবিরোধী মামলায় একজন এবং পুরোনো মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে নিয়মিত মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here