নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।
বুধবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকা থেকে সাহেব আলীর স্ত্রী, ছেলে ও চার সহযোগীকে গ্রেফতার করে র্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে ২০ মামলার আসামি সাহেব আলীকে আটক করা হলে তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই দিনের হামলায় র্যাব সদস্যসহ চারজন আহত হন।