গত জানুয়ারিতেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাভি হার্নান্দেস। তখন দলের অবস্থাও খুব একটা ভালো ছিল না। কিন্তু তার পদত্যাগের ঘোষণার পর একদমই বদলে গেছে বার্সেলোনা। টানা ১২ ম্যাচ খেলে একটিতেও হারের মুখ দেখেনি তারা।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। এমন দুর্দান্ত সময়ের পরও ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল জাভি।
‘সিদ্ধান্তের পর দলের পরিবেশে আরও প্রশান্তি বিরাজ করছে। ক্লাব, আপনি, আমি… জানি আমার মেয়াদ শেষ হওয়ার তারিখ আছে। এটি সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা অনেক শান্তি পেয়েছি এতে এবং এর কারণেই আজ আমরা এখানে। সেটা না হলে এখানে আসাটা অনেক কঠিন হতো। অনেকগুলো মুহূর্ত আছে যা আমি উপভোগ করেছি, যা আমার সঙ্গে আগেও ঘটেছিল।’
পিএসজিকে হারানোর পর আনন্দে ভাসছে বার্সা। আবারও দেখছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন। তবে অতি আত্মবিশ্বাসী না হয়ে পা মাটিতেই রাখতে বলছেন জাভি।