সিডনী ফাইটার্স ক্লাব অস্ট্রেলিয়ার সিডনীর কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে একটি পরিচিত দলের নাম। অধিনায়ক ফরহাদ মাহবুব এবং সহ-অধিনায়ক এস কে ডি রাহুল রাহুলের অধীনে গত ২ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে সিডনী ফাইটার্স ক্লাব খেলে আসছে।
গত ১লা মে (সোমবার) দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ক্রিকেট ক্লাবটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার হামিদ আল হাসান এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্নিক পোদ্দার। তাদের দুইজনেরই সিডনী কম্যুনিটি ক্রিকেট ও ক্রিকেট এন এস ডাব্লিউতে দীর্ঘ দিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।