সিডনি টেস্টে খেলবেন না রোহিত, নেতৃত্বে বুমরাহ

0

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। ব্যাট হাতে ভারতীয় অধিনায়কের বাজে পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হবে তাকে। টস করতে নামবেন জাসপ্রিত বুমরাহ।

ফাস্ট বোলার বুমরা এর আগে পার্থে সিরিজের প্রথম টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন। এখন পর্যন্ত হওয়া চার টেস্টে ভারত সেই একটি ম্যাচই জিতেছিল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোহিত তার সিদ্ধান্তের কথা কোচ গম্ভীর ও নির্বাচক অজিত আগারকারকে জানিয়ে দিয়েছেন। এই দুজনও তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ মেলবোর্ন টেস্টই হতে পারে ভারতের জার্সিতে রোহিতের শেষ টেস্ট। ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে তাকে দলে বিবেচনা করা হবে কি না সেটা অনিশ্চিত।

সিডনিতে বৃহস্পতিবার ফিল্ডিং অনুশীলনের সময় বুমরাহর সঙ্গে অনেক্ষণ কথা বলতে দেখা যায় কোচ গম্ভীরকে। অনুশীলনে রোহিত নেটে ব্যাটিং করেছেন। তবে স্লিপে ফিল্ডিং করেননি তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও আসেননি রোহিত। সেখানে আসেন গম্ভীর। একাদশে রোহিতের জায়গা নিয়ে প্রশ্নে নিশ্চিত করে কিছু বলেননি কোচ।

প্রসঙ্গত, দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে  ফিরে ওপেনিং ছেড়ে ছয়ে ব্যাট করেন তিনি। মেলবোর্ন টেস্টে অবশ্য ওপেনই করতে দেখা যায় তাকে। কিন্তু ব্যাটে ছন্দ আনতে পারেননি।  

পাঁচ ম্যাচ সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যদিও সিডনি টেস্ট জিতে ভারতের সুযোগ আছে শিরোপা ধরে রাখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here