সিডনির ল্যাকেম্বাতে ঈদ মেলা

0

ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৫ মার্চ, ১ এপ্রিল, ৮ এপ্রিল ও ১৫ এপ্রিল ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক আয়োজিত বাংলা কম্যুনিটির জনপ্রিয় ঈদ মেলা লাকেম্বার ইউনাইটিং চার্চে অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও সকাল ১১টা থেকে রাত ১০টা পযন্ত সিডনির বিখ্যাত ফ্যাশন হাউজ গুলোর অংশগ্রহণে ঈদ মেলা অনুষ্ঠিত হয়।

ঈদ মেলাকে ভিন্নরূপ দেয়াই ত্রিমাত্রার নতুনত্ব। এরই ধারাবাহিকতায় ঈদ মেলায় যেমন ছিল প্রচুর ক্রেতাদের সমাগম তেমনি ছিল নতুন বুটিক্স এবং দেশীও কাপড়ের সমাহার। প্রবাসে বসে সিডনির নারী উদ্যোক্তাদের তাদের প্রদর্শিত পণ্য প্রবাসী ক্রেতাদের পৌঁছে দিতে, প্রবাসে বসে দেশের স্বাদ গ্রহণ করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন। ত্রিমাত্রার এই ঈদ মেলায় প্রত্যেকটি ফ্যাশান হউস তাদের পোশাকে নতুনত্ব বজায় রাখে।

ত্রিমাত্রা অস্ট্রেলিয়ার সভাপতি সিডনি’র ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’-এর কর্ণধার শিরিন আক্তার মুন্নী এবং সাধারণ সম্পাদক সিডনির বিখ্যাত ফ্যাশন হাউস শাহিন’স বুটিক’র শাহীন আকতার স্বর্ণা ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’র মাধ্যমে কমিনিটিতে আরও নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিগত বছর গুলোতে এই মেলার প্রধান আয়োজকেরা ও অন্যান্য সকল বিক্রেতারা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যদের বেশ প্রশংসা কুড়িয়েছেন বলেও জানান। আয়োজকরা প্রতিবারের মতো এবছরও ঈদ উল আজহায় ৩ দিনব্যাপী ঈদ মেলা আয়োজন করবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here