গ্যালারিতে পরিবার তো বটেই আছেন বন্ধু-বান্ধবরাও। তার ওপর ঘরের মাঠ বলে কথা। ১০ হাজার রানের ক্লাবে ঢোকার জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। স্টিভেন স্মিথ চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে থামতে ৯ হাজার ৯৯৯ রানেই।
সিডনিতে এমন সুযোগ পেয়েও সেটা নষ্ট করা স্মিথের কাছে দুঃখজনক। ম্যাচের আগ থেকেই পরিসংখ্যান ঘুরপাক খাচ্ছিল তার মাথায়।
তিনি বলেন, ‘সাধারণত আমি পরিসংখ্যান নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। তবে ১০ হাজারের ব্যাপারটা আলাদা। মাইলফলকের খুব কাছে চলে আসায় ম্যাচের আগে এ নিয়ে সংবাদমাধ্যমে অনেক কথা বলতে হয়েছে। জানতাম, ৩৮ রান দরকার। রাতে যখনই ঘুমাতে চেষ্টা করেছিলাম জশ হ্যাজেলউডের জার্সিটা চোখে ভাসত, কারণ ওর জার্সি নম্বর ৩৮।’
‘আমার খেলা অন্য যেকোনো ম্যাচের চেয়ে এসব নিয়ে বেশি ভেবেছি এবার। দুঃখজনক ঘটনাই বলব। ঘুমের হিসেবে জঘন্য এক সপ্তাহ কাটিয়েছিলাম। মোটেও ভালো কিছু ছিল না। ভাগ্য ভালো শেষ পর্যন্ত আমরা এই ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছি। ’
আগামী ২৯ জানুয়ারি গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের জায়গায় সেই ম্যাচে অজিদের নেতৃত্ব দেবেন স্মিথ। লঙ্কান দুর্গে প্রথম দিনই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে চান ডানহাতি এই ব্যাটার।
তিনি বলেন, ‘গলে প্রথম দিনেই এটি অর্জন করতে পারলে দারুণ হবে। সিডনিতে আমার সব বন্ধু এবং পরিবারের সামনে এটি করতে পারলে অবশ্যই দারুণ হতো, কিন্তু তা সম্ভব হয়নি।’