সিডনিতে ‘সেনটেনারিয়ানস ওয়াকিং গ্রুপ’ তাদের প্রথম যুগপূর্তি উপলক্ষে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করে।
৪ নভেম্বর সকাল ১০টায় সিডনির ম্যাকুরি লিংকস্থ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান ড. মোশারফ চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয়।
সেনটেনারিয়ানস ওয়াকিং গ্রুপের সদস্যরা তাদের বক্তব্যে জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর প্রতি শনি ও রবিবার সকালে হাঁটা ও নিয়মিত শরীর চর্চার পাশাপাশি সংগঠনটি সিডনিতে ক্লিন আপ অস্ট্রেলিয়া, চ্যালেঞ্জ ওয়াক, সাহিত্য আসর, পিকনিক-সহ বাংলাদেশে ও অস্ট্রেলিয়ায় স্বেচ্ছায় রক্তদান-সহ বিভিন্ন সামাজিক ও জনহিতকর কাজের সাথে জড়িত।
এছাড়াও সগঠনটি তহবিল সংগ্রহের মাধ্যমে ২০২০ সালে শুরু করে ৩৫ মাসে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পঙ্গু ও মেধাবী ছাত্র তাজেল হোসেন ও তার মায়ের জন্য সর্বসাকুল্যে ১২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে দিনাজপুরে জমি ও বসতবাড়ি করে দেয়। তাজেল হোসেন কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে অনার্স শেষ করার পর বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। এই মহতী উদ্যোগে সেনটেনারিয়ানস ওয়াকিং গ্রুপকে সার্বিক সহায়তার জন্য সংগঠনটি সোনালী ব্যাংক লিমিটেডের দিনাজপুর শাখার সকল কর্মচারী ও কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন- রোখসানা বেগম, আনিসুর রহমান, সাব্বির শহীদ সজল ও নুতন প্রজন্মের রাহা। তবলায় সঙ্গত দেয় নুতন প্রজন্মের আনান রহমান।