অস্ট্রেলিয়ায় সৃজনশীলতায় অসামান্য অবদানের জন্য প্রবাসী বাংলাদেশি কামাল পাশাকে সম্মাননা জানানো হয়েছে। সিডনীতে ‘উই অস্ট্রেলিয়ান আর ক্রিয়েটিভ ইঙ্ক’ আয়োজিত শিল্প, কবিতা এবং সঙ্গীতের একটি জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয় তাকে। অনুষ্ঠানে সিডনীর নেতৃস্থানীয় রাজনীতিবিদ, শিল্পী, সংগঠকসহ অনেক সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মাদ শহিদুল আলম কামাল সিডনি কম্যুনিটিতে কামাল পাশা নামে পরিচিত। পেশায় একজন মেন্টাল হেলথ ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসাবে তিনি গত এক যুগ ধরে কাজ করছেন সমাজে পিছিয়ে পরা শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠী নিয়ে। তার প্রধান পরিচয় একজন তরুণ সমাজ কর্মী ও এক্টিভিস্ট হিসেবে।