সিডনিতে সিবিজি গ্লোবালের উদ্যোগে ক্যারিয়ার এন্ড মাইগ্রেশন ইনফরমেশন সেশন অনুষ্ঠিত

0

 অস্ট্রেলিয়ায় আগত নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মনোযোগী হয়ে পড়াশোনা করা, পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ান ডিগ্রি অর্জনের গুরুত্ব ও নিজের ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী হওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অন্যের প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে কোর্স পরিবর্তন না করা, ভিসা শর্তগুলো সঠিকভাবে পালন করা ও ভিসা শর্তের বাইরে অতিরিক্ত সময় কাজ না করার ব্যপারে শিক্ষার্থীদের জানানো হয়। 

স্থানীয় সময় শনিবার এই ইভেন্টটি প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি শিক্ষার্থী সিডনির বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন।

সিবিজি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ড. রাজীব মজুমদার বলেন, আমাদের আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে এবং শিক্ষার্থীরা সঠিক প্রফেশনালদের কাছ থেকে তাদের প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। 

অনুষ্ঠানটি সিডনির ল্যাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here