সিডনিতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা

0

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া (কাশফি-তাজমিরা) সিডনির মিন্টোস্থ খাদেমস ডাইনস রেস্তোরাঁয় সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা করেছে।

সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আসমা আলম কাশফি সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদিকা সৈয়দা তাজমিরা বেগম, প্রধান উপদেষ্টা খালেদা কায়সার, সহসভাপতি রওশন জাহান পারভিন ও আজিজা সাদাত, জয়েন্ট সেক্রেটারি আরফিনা মিতা হেলাল, নির্বাহী সদস্য বুলা চৌধুরী, নির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী টুম্পা, নির্বাহী সদস্য রাইহানা আক্তার সিদ্দিকা, সুফিয়া বেগম প্রমুখ।

বক্তাগণ বলেন, বাংলাদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী একটি গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অর্থনৈতিক সমৃদ্ধি সাধিত হচ্ছে, যে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত রয়েছে; তাতে এই গোষ্ঠীর গাত্রদাহ তৈরি হয়েছে। স্বাধীনতার চেতনা বিরোধী এবং মৌলবাদী শক্তি শেখ হাসিনার উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

বক্তারা আরও বলেন, এই একই গোষ্ঠী ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের জনগণকে বিএনপি-জামায়াতের প্রেতাত্মা থেকে দেশকে মুক্ত রাখতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। জনগণ আগামী মেয়াদেও শেখ হাসিনার নেতৃত্বকে ম্যান্ডেট দিবেন বলেও তারা প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here