অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন শেষে সাময়িকভাবে বিরতি নিচ্ছেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক বিশাখা পাল। রবিবার আসন্ন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আয়োজিত মহড়া শেষে স্কুল প্রাঙ্গণে তাকে বিদায় জানায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। এই আয়োজনে বিশাখা পালের সহকর্মী শিক্ষকবৃন্দ ছাড়াও স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুলের সদস্যরা এই জনপ্রিয় শিক্ষকের দক্ষতা, দায়িত্ববোধ, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং বিশাখার মমতাময় অসাধারণ চরিত্রের ভূয়সী প্রশংসা করেন। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী সমিতির সদস্যসহ সবাইকে ধন্যবাদ দিতে গিয়ে আবেগ প্রবণ হয়ে পড়া এই শিক্ষক স্কুল সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিশাখা পালের কল্যাণ কামনা করে এবং প্রত্যাশা করে তার ভবিষ্যৎ জীবন প্রাপ্তি ও প্রশান্তিতে ভরে উঠুক।