সিডনি প্রবাসী লেখক শাহানা চৌধুরীর সপ্তম উপন্যাস ‘জলের প্রণয়’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিডনির স্টুডিও ভিটিসি এর প্রেক্ষাগৃহে এই আয়োজন করা হয়।
ইন্ডিয়ান, পাকিস্তান ও বাঙালি প্রিয়জনদের নিয়ে অনুষ্ঠানে শাহানা চৌধুরীর বইয়ের বাংলার পাশাপাশি অন্য ভাষাভাষীর পাঠকদের ইংলিশ অনুবাদ ছিল।
মোড়ক উন্মোচনে সহায়তা করেছেন বিশ্ব নাইডু, অ্যাঞ্জেলা ফেন, শহীদুল মোয়াজ্জেম হোসেন, নাসিম হোসেন, রিতেন রাজিয়া প্রসাদ এবং ফাইজাল রিয়াজ হোসেন।