সিডনিতে লেডিস ক্লাবের বনভোজন অনুষ্ঠিত

0

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া গত ৪ জানুয়ারি তাদের সদস্য ও পরিবারবর্গকে নিয়ে বাৎসরিক বনভোজন আয়োজন করে। রিভারউড এর রোটারি পার্কের মনোরম পরিবেশে এই বনভোজন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে টানা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালের হালকা নাস্তা দিয়ে শুরু হয় বনভোজনের আনুষ্ঠানিকতা। 

দুপুরের খাবারের আগে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনভর আনন্দ উল্লাস ও আড্ডার মধ্যেও ছিল খেলাধুলার আয়োজন।

মহিলাদের পিলো পাসিং এবং পুরুষদের বল থ্রো ছিল আকর্ষণীয়। মহিলাদের পিলো পাসিং এ প্রথম রওশন পারভীন, দ্বিতীয় সামসুন নাহার এবং তৃতীয় নাদিয়া ইসলাম। বিচারক প্যানেলে ছিলেন ডা. শায়লা ইসলাম ও ডা. নাজমুন নাহার। 

অন্যদিকে পুরুষ বিভাগের বল থ্রো-তে প্রথম শাজাহান চৌধুরী, দ্বিতীয় মামুন মোর্শেদ ফিরোজ এবং তৃতীয় জুনায়েদ উল্লাহ। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এই পর্বটি পরিচালনা করেন ডা. মাসুম আহমেদ। 

সুস্বাদু মধ্যাহ্ন ভোজের মেন্যুতে ছিল প্লেইন পোলাও, হার্ড চিকেন কারী, বীফ রেজালা, ডিমের কোরমা এবং সালাদ। ডেজার্ট হিসাবে ছিল কেক ও তরমুজ। এই মজাদার খাবারগুলো রান্না এবং পরিবেশন করেন কাজী রুবেল আলম। পুরো আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here