সিডনিতে রমজান নাইট উৎসবের আয়োজন

0

সিডনিতে মিন্টু মল প্রথম বারের মতো ২১, ২২ ও ২৩ মার্চ (শুক্রবার, শনিবার ও রবিবার) রমজান নাইট উৎসবের আয়োজন করে। এই আয়োজনে মিন্টু মলের কার পার্কিং এ বিকাল ৬টা থেকে মধ্য রাত পর্যন্ত সম্পূর্ণ পার্কিং জুড়ে ছিল স্থানীয় বিভিন্ন দেশীয় স্বাদের মজাদার হালাল খাবারের দোকান এবং ফুড ট্রাক। মুসলিম পুরুষ ও নারীদের জন্য ছিল পৃথক পৃথক অযুখানা ও নামাজের ব্যবস্থা। এছাড়াও মিন্টু মলের পক্ষ থেকে খাবার পানি ও ইফতারীর সময় খেজুর বিতরণ করা হয়।

নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প ও বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং বলেন, রমজান নাইট সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য তাদের এই উদ্যোগ চমৎকার সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ হতে পারে বলেও তিনি মনে করেন।

মিন্টু মলের সত্ত্বাধিকারী টনি মার্দকা রমজান নাইটে পরিবার ও বন্ধু বান্ধবসহ মিলিত হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য আয়োজিত রমজান নাইট ইসলাম সম্পর্কে জানার এবং উদযাপন করার একটি চমৎকার সুযোগ বয়ে আনার পাশাপাশি বহু সংস্কৃতি এবং সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে।  

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হ্যাব সিডনির সভাপতি আব্দুল খান রতন বলেন, আমরা এই মহতী উদ্যোগের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত। তিনি মিন্টু মলের এই মহতী আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতি রমজানে আরও বড় পরিসরে রমজান নাইট উৎসব করার অনুরোধ ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here