সিডনিতে মহালয়া অনুষ্ঠিত

0

দেবীপক্ষের প্রথম দিনে প্রশান্ত পাড়ের দেশ সিডনিতে সনাতনী সম্প্রদায়ের প্রায় ২০টি সংগঠন মা দুর্গার আগমনীতে মেতে উঠেছে। শনিবার এরই ধারাবাহিকতায় আগমনী অস্ট্রেলিয়া সিডনির গ্লেনফ্ল্ড কমিউনিটি সেন্টারে মহালয়ার আয়োজন করা হয়।

এ ছাড়া সিডনির সবচেয়ে পুরনো হিন্দু সংগঠন বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন সিডনির তেলোপিয়ার ডানডাস কমিউনিটি সেন্টারে এবং আরও অনেক সংগঠন মহালয়ার আয়োজন করে। অনুষ্ঠানে ভক্তিগীতি, নৃত্য ও নৃত্যনকশা দিয়ে দেবীকে অভিষিক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here