সিডনিতে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি

0

সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপি কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। প্রত্যুষে বাংলাদেশ হাউজের সবুজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এসময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিকেলে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময়, উপস্থিত সকলের সামনে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সিডনি প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here