গত ১২ নভেম্বর (রবিবার) বিকেলে ক্যাম্বেলটাউনের এওয়ান ব্যাডমিন্টন সেন্টারে ইউনিক এবং এএন্ডও হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
বিকেলে দুই গ্রুপের সেমিফাইনাল এবং মাগরিবের বিরতির পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শাদেদ ও প্রিন্স চ্যাম্পিয়ন এবং রাকেশ ও রবিন রানার্স আপ হাওয়ার গৌরব অর্জন করে।
ইউনিক ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি জেড আহমেদ রুবেল এবং সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদসহ উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তারা ইউনিক ব্যাডমিন্টন ক্লাবের এই আয়োজনের প্রশংসা করে আগামীতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার অনুরোধ জানান।
ইউনিক ব্যাডমিন্টন ক্লাবের সদস্য ও পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে অতিথিরা রানার্স আপ ও চ্যাম্পিয়নদের হাতে কাপ ও নগদ অর্থ তুলে দেন।