সিডনিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

0
সিডনিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

অস্ট্রেলিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিডনির লাকেমনবার রেইলওয়ে প্যারেডে বাংলাদেশ বিএনপি অস্ট্রেলিয়া শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

জানাজায় ইমামতির দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম। তিনি অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি।

অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী উপস্থিত নেতাকর্মী ও অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, বিশ্বজুড়ে থাকা অগণিত বাংলাদেশির মাঝে বেগম খালেদা জিয়া শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণই তার উজ্জ্বল প্রমাণ। 

এ সময় অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি লুৎফুল কবীর, সহ-সভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, আসওয়াদুল হক বাবু, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু এবং জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো. বাদশা বুলবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here