সিডনিতে বুয়েটএএ আয়োজিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

0

সিডনিতে দ্বিতীয় বারের মতো বুয়েট এল্যুমনাই অস্ট্রেলিয়া (বুয়েটএএ) প্রেসটন ব্যাডমিন্টন ক্লাবে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। দুই সপ্তায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গত ১৭ ও ২৪ সেপ্টেম্বর। তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজনে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের অসাধারণ প্রতিভা ও নৈপুণ্য প্রদর্শন করে জয়ের মালা ছিনিয়ে আনে।

বুয়েটিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেন’স ডাবলস এবং মিক্সড ডাবলসে যথাক্রমে ৯টি ও ৬টি দল অংশগ্রহণ করে। মেন’স ডাবলস ফাইনালের লড়াই দর্শকদের মাঝে টানটান উত্তেজনা তৈরি করে। দুই সেটে মীমাংসা না হওয়ায় তৃতীয় সেট পর্যন্ত প্রায় সমান দুই দলের এই ম্যাচ দীর্ঘায়িত হয়। ২১-১৭, ১৫-২১, ২১-১৬ স্কোর করে জয়ী হয় মোহাম্মদ রায়হান কবির এবং শাহরিয়ার সাফাত দীপ্ত। মিক্সড ডাবলসে সরফরাজ আলম এবং ফারাজ আলম (বাবা-ছেলে) জুটি ২১-১৫ স্কোর করে বিজয় ছিনিয়ে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here