সিডনিতে বাড়ির আঙিনায় উদযাপন হলো দুর্গোৎসব

0

সিডনিতে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কমপক্ষে ২৫-৩০টি ভেন্যুতে এই আনন্দযজ্ঞের আয়োজন হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই আনন্দযজ্ঞে শামিল হয়েছিলো। সিডনিতে দেবীপক্ষ ইনকর্পোরেট এর আয়োজনে সামাজিক সংগঠক সিডনির সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুঁই সেন পালের বাড়ির সবুজ আঙিনায় এই আয়োজন করা হয়। 

এই উৎসবে বাড়ির আঙিনাটি যেমন বর্নিল হয়েছিলো নানান বর্নে; তেমন নেমেছিলো সকল স্তরের মানুষের ঢল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here