সিডনিতে বাকৃবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দ-উচ্ছ্বাস

0
সিডনিতে বাকৃবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দ-উচ্ছ্বাস

অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। ২৫ অক্টোবর সিডনির রকডেলে এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকেও সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে স্মৃতিচারণ, হাসি-আনন্দে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানে ছিল আলোকচিত্র বুথ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া পুরস্কার বিতরণ, নৈশভোজ। বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয় ম্যাগাজিন ‘প্রবাসে বাউ (BAU) স্পন্দন’। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ড. নিউটন মুহুরী দেবু, সহযোগী সম্পাদক ড. লতিফ সিদ্দীকি লিটন ও জিয়াউল হক বাবলু।

সংগঠনের সভাপতি আবদুল ওয়ারেস বাবুল সকল অ্যালামনাই, অতিথি, আয়োজক ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানান। সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সেলিম সংগঠনের লক্ষ্য, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় কার্যকরী পরিষদের সদস্যদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

নবীন ও প্রবীণ অ্যালামনাইদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। যেটির প্রাণবন্ত সঞ্চালনা করেন দিনা ও সোহাগ।

সাবেক সভাপতি ড. আনোয়ারুল বকসী বিশেষ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্বটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক কবির চৌধুরী রুবেল ও সহ-ক্রীড়া সম্পাদক রুমানা ইয়াছমিন।

র‍্যাফেল ড্র পরিচালনা করেন যুগ্মসচিব সত‍্যজিৎ সাহা আবীর, যেখানে বিশেষ পুরস্কার হিসেবে প্রদান করা হয় অ্যালামনাই চিত্রশিল্পী শামীম হাসান-এর একটি শিল্পকর্ম।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক মেহেরুন সুলতানা সাথী, সহযোগিতায় ছিলেন কার্যকরী সদস্য ড. মোহাম্মদ নাজিম উদ্দীন।

গালা নাইটের মধ্যমনি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্রাক্তন দুই অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াজুদ্দিন ও ড. মুস্তাফিজুর রহমান। সিডনিতে এ আয়োজন যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের আবহ ফিরিয়ে এনেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here