সিডনিতে বাংলা নববর্ষ উদযাপন

0

অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র সিডনিতে বাংলাদেশ হিন্দু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়া (বিএইচএসএএ) এর বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে উদযাপিত হলো বাংলা নববর্ষ।

গত রবিবার প্রায় ১০০ জন অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। বিভিন্ন আর্ট, ফেস্টুন, গান, নাচের মধ্য দিয়ে ভাবপ্রকাশ ও সৃজনশীলতায় বাঙ্গালী কৃষ্টি ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়।

নাচ, গান ও ফ্যাশন শোতে অংশ নেয় তন্ময় দেব দীপ্ত, পার্থসারথি রায়, অন্নপূর্ণা দাস রায়, সুমন বর্ধন,অন্তর সেন, মুন্না দত্ত, রুপালি গোপ, অনয় ধর, ইমন দে, জুঁই গোস্বামী, পার্থসারথি দত্ত, অয়ন দীপ দত্ত প্রমুখ।

একই সাথে তন্ময় দেব দীপ্ত, সুমন বর্ধন, অয়ন দীপ দত্ত ও ঐক অনিক বাংলা বর্ষ বরণের এই অনুষ্ঠান বাদ্যযন্ত্র পরিবাহক হিসেবে সুরের ছোঁয়ায় মোহিত করে।

অনুষ্ঠানের সঞ্চালনার ছিলেন অন্নপূর্ণা রায় এবং রনি দেবনাথ। অনুপ্রেরণার উৎস হিসেবে অনুষ্ঠানে অতিথিরা অস্ট্রেলিয়ায় তাদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা ও টিকে থাকার গল্প শেয়ার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here